কোকিল ডাকিস না ডাকিস না
তুই গাছেরো ডালে
প্রাণ পতি ছাড়িয়া গেছে
আমার বসন্তের কালে ।।


কোকিল রে তোর মধুর স্বরে
তার কথা যে মনে পড়ে
আমি, পারিনা আর রইতে ঘরে
আমার সুখ নাই কপালে ।।


বুক ফাটে তো মুখ ফোটে না
দুঃখ কারে বলি
ওরে যৈবনেরই আগুন লইয়া
দিবানিশি জ্বলি ।


পতি যাহার পরবাসী
সে ঘরে থেকেও বনবাসী
তাহার, দুঃখের বারো মাসই
যায়না কোনো কালে ।।