কোকিল আমার পরাণে না সয়
নিষেধ করি করুণ স্বরে ডাকিস না রে অসময় ।।
কোকিল রে,
ফুলেরও বসন্ত রে কোকিল, ভোমরা যদি আসে
নারীরও বসন্ত রে কোকিল, থাকলে পতি পাশে রে
কেউ নাই আমার কাছে বইসা মুখের কথা কয় ।।
কোকিল রে,
মাছেরও বসন্ত রে কোকিল, আইলে নয়া পানি
গাঙ্গেরও বসন্ত কালে পাড় ভাগ্গে তার জানি রে
এমন দিনে বন্ধে কেনে ভিন্ন দেশে রয় ।।
কোকিল রে
গাছেরও বসন্তে ধরে বোঁটায় বোঁটায় ফল
ফলেরও বসন্ত কালে রসেতে টলমল রে
ফুলের মধু বন্ধু বিনে ঝইরা বাসি হয় ।।