ঘাট দেখে সই জলকে যেও
যেও নাকো আঘাটায়
পা পিছলে পড়লে পরে
ডুবতে পারো কালিমায় ।।


ছল করে হায় ভরা সাঁঝে
ফাঁকি দিয়ে গৃহ কাজে
অকারণে ঘাটে এসে যেনো
বেলা নাহি যায় ।।


লোক চিনে সই হৃদয় দিও
খাঁটি মেকি দেখে নিও
সোনা ভেবে পিতলেরে যেনো
দিও না মনে ঠাঁই ।।