একটা কুনো ব্যাঙ,
বেজায় রেগে হাতির পায়ে
মারল একটা ল্যাং ।।
যেই না মারা লাথি
ওমনি বুড়ো হাতি
ধপাস করে পরে গিয়ে
ভাংলো একটা ঠ্যাং ।।
হাতির দশা দেখে হেসে
গেছো ব্যাঙা কয়
কুনোর সাথে লাগতে আসা
সাহস তো কম নয় ।
সোনা ব্যাঙ এর নাতি
ফুলিয়ে বুকের ছাতি
গান করিল, নাচ করিল
ড্যাঙ ড্যাঙ্গা ড্যাঙ ড্যাঙ ।।