আমরা আইছি বাইদা বাইদানী
রসের আমরা বাইদা বাইদানী
সাজ মসল্লা তোমরা লইবা নি ।।


আলতা সাবান সিন্দুর আছে
ফুলেল বেলুন আমার কাছে
দাঁতের মাজন মিশি মেতি
সব রকমের সাজানি
আছে সব রকমের সাজানি ।।


আছে ভালোবাসার শাড়ি
আরো চুড়ি বেলোয়ারী
চুলের ফিতা নাকের নোলক
পাতা বাহার চিরুনি
আছে পাতা বাহার চিরুনি ।।


যাহার ঘষন ঘষনা আছে
বলুন দেখি আমার কাছে
এসব রোগের দাওয়া তাবিজ
আমরা করি আমদানি
আহা আমরা করি আমদানি ।।


বউ যাহারে করে হেলা
কথায় কথায় মারে ঠেলা
যাদু টোনা বশি করণ
মন্ত্র তন্ত্র সব জানি
আমি মন্ত্র তন্ত্র সব জানি ।।


জলদি বলেন কার কি চাই
এদিক বেশি বেলা নাই
বাইদা আমার আঁচল ধইরা
করতেছে টানাটানি
আহা করতেছে টানাটানি ।।


শরম লাগে কইতে ভাই
মাইয়া লোকের বিশ্বাস নাই
কারো প্রেমে মইজা নাকি
থাইকা যায় মোর বাইদানী
আহা থাইকা যায় মোর বাইদানী ।।


দুঃখ কিছু নাইকা মোরা
আমরা দুটি মানিক জোড়
এই রকমই হাইসা গাইয়া
কাটাই যে জিন্দেগানী
মোরা কাটাই যে জিন্দেগানী ।।