আমি সারাটি জীবন শুধু তোমার
মুখের পানে চেয়ে থাকবো
সারাক্ষণ আমি আমার হৃদয় দিয়ে
তোমাকে ভালোবাসবো ।।


চোখের তুলিতে যে ছবি তোমার
বারে বার আমি এঁকেছি
প্রাণের ছোঁয়ায় যে রূপ তোমার
সারাদিন আমি দেখেছি
সে মধুর স্মৃতি সুরের বাঁধনে
চিরকাল ধরে রাখবো ।।


তোমার অধরে গোলাপের হাসি
বলাকার মতো ভাসনো
কপলে তোমার মেহেদির রং
ফাগুনের রঙে রাঙানো
সে রঙের ছোঁয়া পলক বিহীন
সারারাত আমি জাগবো ।।