আমারে পোড়াইলি রে তোর
রূপের আগুন দিয়া
আমার, প্রাণ পোড়ালি মন পোড়ালি
আর পোড়ালি হিয়া ।।


আমারই পিঞ্জিরার পাখি
কাইন্দা বেড়ায় তোরে ডাকি
সে, আমার কথা কয় না মোটেই
আমার কথা কয় না সদা
পাগল তোর লাগিয়া ।।


তোর নয়নে নয়ন দিয়া
হইলাম এমন কানা
এখন, তুই বিনে দেখি না কিছুই
লয় না মুখে গানা ।


আমি বলি আমার কথা
মন বলে মোর তোরই কথা
আমার, কি হইতে যে কি হইলো
বুঝিনা বুঝিনা ।।