আমার মন ভোলানো, প্রাণ ভোলানো
আমার বুক জুড়ানো বাঁশি রে
তোর জ্বালাতে হলাম ঘরের বার
আমি হলাম ঘরের বার
ঘরের বাহির করলি আমায়
করলি আমায় কুলের বার ।।


বন্ধু যখন বাজায় বাঁশি
মনো প্রাণো হয় উদাসী গো
আমি জল ফেলে জল আনতে আসি
আনতে বসি নদীর ধার ।।


ভালোবাসা ভাঙলি বাঁশি
মনের আশা দিয়া রে তুই
মনে আশা দিয়া
এবার বনের বাসা ভাঙলি বাঁশি
ভালোবাসা নিয়া রে ।


পরাণে না আমি তোমার
কতোই দুঃখ সহিবো
আমি ঝাঁপ দিয়া যমুনার জলে
রাখবো না প্রাণ আর ।।