আবার এসেছে অমর একুশে
পলাশ ফোটানো দিনে
এ দিন আমার ভাইয়েরা আমায়
বেঁধেছে রক্ত ঋণে ।।


সে রক্ত ঋণ আমরা তো সুধি নাই
ভুলে গেছি আজ তাঁরা আমাদের ভাই
যাহারা এনেছে সোনার সুদিন
রক্ত মূল্যে কিনে ।।


মাকে আমি আজ মা বলিতে পারি
সে শুধু তাদের জন্য
অধীনতা থেকে স্বাধীনতা এনে
জীবন করেছে ধন্য ।


মুক্তির সাধ সেবার পেয়েছি আমরা
নিজেকে চেনার সুযোগ পেয়েছি আমরা
সেবারই প্রথম নিজেকে আমি
নিজেই নিয়েছি চিনে ।।