যদি তুমি সুখি হতে পারো
আমাকে ব্যথা দিও আরো
করবো না প্রতিবাদ আমি কোনদিন
সুখ আমার সব যদি কাড়ো!


ফুল যদি ভুল হয়ে ঝরে যায়
বেদনার বাঁকে যদি স্বপ্ন হারায়
অভিযোগ করবো না আমি কোনদিন
ক্ষতি যতটাই হোক
মূল্যটা দিবো আমি তারও!!


জীবনের গল্পটা লিখবো আবার
থাকুকনা ঘিরে যত দুঃখ অপার
তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো
তবে ফিরে এসো
জীবনে যদি কভু হারো!!


---------------------------------
আধুনিক গান : ২৬ আগস্ট ২০২৫, লালমনিরহাট।