শরিয়ত!
মারফত!
হকিকত!
ত্বরিকত!
ইসলামে কত কত ধারা
কই পাবো আল্লাহকে
খুঁজে দিশাহারা।
আছে- সুন্নি ছিয়ার ভেদ
ওর উপরে এর জেদ
কিসের এমন খেদ
বোধে খাই তাড়া!
কই পাবো আল্লাহকে
খুঁজে দিশাহারা।
বলো-কোনটা আসল পথ
কোনখানে দিই মত
বিশ্বাসে কী বিপদ
ভেবে হই সাড়া।
কই পাবো আল্লাহকে
খুঁজে দিশাহারা।