আমি ভালো আছি...
তুমি ভালো থেকো বন্ধু
নিয়ে মুখের হাসি
এজীবনে বলবো না আর
তোমায় ভালোবাসি।
তুমি ভালো থেকো বন্ধু
নিয়ে মুখের হাসি...


সাঙ্গ করে প্রেমের খেলা
অকুলে ভাসাইলাম ভেলা
বুকের মাঝে গোপন রেখে
দুঃখ রাশি রাশি...
তুমি ভালো থেকো বন্ধু
নিয়ে মুখের হাসি।


আমার কথা পড়লে মনে
কইও কথা নদীর সনে-
স্রোতের কাছে শুনে নিও
আমার প্রেমের বাঁশি
তুমি ভালো থেকো বন্ধু
নিয়ে মুখের হাসি...