আমি তোমার জন্য পাগল


আমি তোমার জন্য পাগল
তুমি পাগলী হইলা না-
নিজের কথাই কইলা শুধু
আমার কথা কইলা না।।


কি লাভ হইলো গলায় দিয়া
কলঙ্কের এই মালা
কার লাগিয়া সাজাইলাম এই
ভালোবাসার ডালা
তোমার বোঝা বইলাম আমি
আমার বোঝা বইলা না।।


বুঝবে যেদিন আমার ব্যথা
খুঁজবে ব্যাকুল হয়ে
নদী কি আর আসে ফিরে
যায়রে যদি বয়ে
তোমার আশায় রইলাম আমি
আমার তুমি রইলা না।।


=================== ০৫/০৮/২০২৪, লালমনিরহাট।