ভাবিতে পারি না আমি
এজগতে কেবা কার
জনিতে চাহিনা আমি
মানে কি ভালোবাসার
বন্ধু রে..বুক ভরা সার্থ নিয়ে
অভিনয়ের কি দরকার।।


আকাশ যেমন ভালবেশে
মাটিতে সাথে আছে মিশে
পাহাড় ভেমন ঝর্ণা ধারয়
নদী বয়ে সাগরে এসে
বন্ধু  রে..জল ভরা মেঘের মত
কেন হলে না উদার।।


সূর্য সাক্ষী শপত নিলে
বুকের ভিতর জায়গা দিলে
গড়িতে চেয়ে সুখেরী আবাস
বন্ধু, জানিনারে কোন ভুলে
ভাসাও আমায় চোখের জলে
দিলে না রে মন দরজার
চাবি টা তোমার।।