শোক দিবাস শরণে স্বরচিত ভাওয়াইয়া।
নিত্যানন্দ রায়।তাং ১৫/০৮/২০২১ ইং।
শুনেন বাংলার জনগণ
শুনেন বিশ্ববাসী গন।
ওরে, হাজার বছরে জন্মিবেনা
নেতা, শেখ মুজিবের মতন।।
পনেরো আগষ্ঠের কালো রাত
বাঙ্গালীর কপালে দিল কুড়াল আঘাত
হায়নার দলের ছোরা বুলেটে।
ওরা,ভাবিয়াও দেকে নাই
সত্যের মরণ নাই।
বঙ্গবন্ধুর নাগি কান্দে লক্ষ
কুটি বাঙ্গালীর মন।।
আগষ্ঠ মাস আইলে পরে
চৌকের কোনাত জল না ধরে
হিয়া কান্দে মহান নেতার নাগিয়া
চৌকের নিন যায় ভাগিয়া
আইতোত থাকং জাগিয়া
ওরে, বারে বারে মনোত পরে
সাতই মার্চের ভাষণ।।