মরমী গান।স্বরবৃত্ত ছন্দ।৪/৪ /৩
নিত্যানন্দ রায়।তাং২০/০৬/২০২০ইং
ও রে আমার মন পাগেলা
আজ ও,হইলি না সাধুর চেলা
ঐ দেখ ডুবে যায় বেলা
দিন কাটালি করে হেলা।।
খেয়ে, পরের ধনে উদর ভরে
পরের ঘরে আছিস পরে।
ধরেছে তোর কামের জ্বরে
ভাব, এ দুনিয়া রঙ্গের মেলা।।
বোবায়, যদি না হইত বধির
ও তার, কলিজায় ধরিতো চির
শোনে না গাল পারিলে,
না মারিলে গায়ে ঢেলা।।
নিতাই, দিন কাটালে গোলে মালে
মিশে, জরা ব্যাধির জঞ্জালে।
দিবে, হাতে লাঠি কাঁধে ঝোলা,
যেদিন, সাঙ্গ হবে ভবের খেলা।।