মানব গুরুর সন্ধান আমি
দয়াল, পাব কেমনে।
মিলিবে অমূল্য নিধি"
যেই না চরণ শরণে।।


গুরু নামে ধ্বজা ধারী
সমাজে তার পাল্লা ভারি।
সঠিক নির্ণয় কেমনে করি
ও সে আছে" কি বরণে।।


যেই চরণে হলে রতি
সঠিক হবে মতি গতি
কর্ষণ করে হৃদয় জমিন
ভক্তি বীচি বুনবে মনে।।


গুরুর নিষ্ঠা নাহি জানি
হবে এ জনমের হানী
গুরু শিষ্য কানা কানি
অবোধ,নিতাই "ভনিবে কেমনে।।