মরমী গান।ছন্দ স্বরবৃত্ত।৪/৪/১
নিত্যানন্দ রায়।
দয়াল তোমার প্রেম দড়িয়ায়
ডুবিয়া মরিতে চাই।
ভাসাও তোমার প্রেম সাগরে
ডুবে মরে যাই।
তোমার প্রেমের কাঙ্গাল আমি
নাই সে ভাবের তত্ব ঞ্জ্যান।
সাধ্য নাইতো নিত্য দিনে
করব তোমার ধ্যান।
পাড়ে যাওয়ার পথ দেখাবে
এমন জনা কোথাও নাই।।
এ জগতের প্রেমের বিষে
পুরে আমার মন।
দয়াল, ছিন্ন করে দাও গো আমার
এ সংসার বন্ধন।
দয়াল, তুমি যদি দয়া কর
তাহলে তোমার দেখা পাই।।
এ দেহ মন থাকে যেন
তোমার অধীনে।
চাতক পাখি খায়না যেমন
মেঘের জল বিনে।
দয়াল তুমি দয়া কর
এই মিনতি করে নিতাই।।