বৃথা কার্য মাথায় নিয়া,
        দিন যে গেল বিফলে।
সংসার সাগর প্রেমানলে,
         পুড়ে অঙ্গার সকলে।
আর কত দিন থাকব বাঁধা,
            মোহ মায়ার শিকলে।।


দয়াল তোমায় ভজ বো বলে,
           আমি মনে লই যখন।
ছয় চোরাতে যুক্তি করে,
           লোভে ভোলায় তখন।
দেশ বিদেশে ঘুরে ফিরে
            পাশ করিলাম নকলে।।


ভোর বেলাতে পূজার ঘরে,
             দয়াল বসতে চাই যখন।
কাল নিদ্রাতে দুচোখ ভরে,
             ঘুমে ডুবে রই তখন।
দুপুর বেলা ক্ষিদার জ্বালা,
             সাধবো ভাবি বিকালে।


বিকাল হলে আসন পেতে-
              দয়াল' বসি গো যখন।
সন্তান এসে কান্না জুরে -
               কোলে বসিয়া তখন।
সন্ধা হইলে গিন্নির জ্বালায়,
(নিতাইর)মনেতে আগুন জ্বলে।।