মরমী গান।
নিত্যানন্দ রায়।


আমি, চোখ থাকিতে অন্ধজনা
চোখ থাকিতে অন্ধজনা।
জনম কানা মন আমার।
দয়াল, তুমি বিনা কেমনে হবো পাড়।।


স্ত্রী সন্তান স্বজন সখা
আমায়, ছেরে গেল করে একা
তুমি যদি না দাও দেখা
আমার, সাধ্য নাই পারে যাওয়ার।।


বসে, অপার হয়ে ভব পারে
ডাকি তোমায় বারে বারে
তোমার, চরণ তরী দাও আমারে
দমি মন বুদ্ধি অহংকার।।


দয়াল, তুমি দয়ার শিরমনি
উদ্ধরিলে অহল্লা পাশানী
ঐ নামের হবে বদনামী
নিতার না করিলে উদ্ধার।।