দেশের গান।ছন্দ স্বরবৃত্ত।৪/৪/২
নিত্যানন্দ রায়।


বাংলা আমার জন্ম ভূমি
এ মাটি আমার মা
লাল সবুজে অপরুপ যার
নেই তো তুলনা।।


দেশের জন্য কত না প্রান
হলো অকালে বলিদান।
মাটির জন্য লড়াই করে
রাখিতে মোদের মান।
মনে রাখ তাঁদের কথা
কখনো ভূলনা।।


মায়ের দেহের রস রক্তে যেমন
শিশুর দেহ গড়ে,
আলো বায়ু ফল জল দিয়ে
তেমনি প্রান ভরে।


মা ও মাটি দুইয়ে মিশে
কত কথা ও গান।
রাখালের বাঁশি কৃশানের হাসি
পাখিদের কলতান।
এমন তরো মায়ার বাঁধন
কখনও খুলনা।।