নিত্যানন্দ রায়।
কৃষ্ণ প্রেমের প্রেমানলে আমার
অন্তর পুড়ে হইল ছাই
সখী, শ্যাম চোরার দেখা
কোথায় পাই।।
ননী চোরা বসন চোরা
মেঘের কালো চোর
মনো প্রান সব হরিয়া রাই
নিলোনা খবর
চোরায় যদি চুরি করে
কিছু নিয়া কিছু ছাড়ে
আমার, আর তো কিছুই
বাকি নাই।।
বল না সখী আমার জানের
বন্ধুয়ার খবর,
কার আঁচলে বাঁধা ও সে
করে আমায় পর
বন পোড়া যায় সবাই দেখে
আমার, মনের আগুন
কারে দেখাই।।
ভেবে দেখ না এই দুনিয়ায়
পাগল নিতাই
ভক্তির চেয়ে বড় শক্তি
আর তো কিছুই নাই
ওরে, ধন দৌলত দুনিয়া দাড়ি
যেতে হবে সবে ছাড়ি।
তারি হৃদ মাঝারে রাখতে চাই।।