আঁধার ঘেরা জিবন আমার
কে জ্বালাবে আলো,
অবহেলায় আছি পড়ে
কেউ বাসেনা ভালো।।
দুঃখ আমার চারিদিকে
আঘাত করে থেকে থেকে,
নয়ন ভরা অশ্রুধারা
শুধুই দেখি কালো।।
আকাশ ভরা গ্রহ তারা
ফুলে ফলে বসুন্ধরা।
আমার ভাগ্যরেখা কে বদলাবে
কর্ম দোষে এ দিন যাবে।
মরা গাছে ফুল ফোটেনা
যতই পানী ঢালো।।