সুখের নাম তো কষ্টমুখী
কষ্ট ছাড়া কে হয় সুখী ?
যে হয় সে তো 'সুখ' কথাটার মানেই মানে না
মেঘ ভাঙা চাঁদ কী অপরূপ সেটাই জানে না ।।


দেখে না সে দুঃখছোঁয়ার আনন্দকে
শুধু ভাবে, মন্দ কিছু বলবে লোকে ।
ভেঙে আড়াল কাউকে সে তাই কাছেই টানে না ।।


দুঃখ আমার বুকের খাঁচা, কষ্ট পোষা পাখী
সুখ এলে তাই সেই খাঁচাতেই মুখোমুখি রাখি ।


ভালোবাসা পায় যে তার আর কলঙ্ক কী
এ কথাটা একটুও কি বুঝলো সখী ?
ভালোবাসার নামটা সে তাই মুখেই আনে না ।।



রচনাকাল: ০৯ এপ্রিল ২০১৮