সত্যিই কি
আকাশের ডাক শোনে কোনো গাংচিল
সত্যিই কি
সাগরের সাথে ওরা খুঁজে পায় আকাশের মিল !!


না-কি সব শুধু এক খেয়ালের খেলা
পাখনার আয়নায় রোদ্দুর ধরা সারা বেলা
না-কি জানবার নেশা,
দিগন্তে কোন প্রেমে মিশে গেছে নীল আর নীল ।।


সত্যিই কি
আকাশ কখনো কোনো সাগরের সাথে এসে মেশে
না-কি শূন্যের লীলা দৃষ্টিকে ফাঁকি দিয়ে শূন্যই থাকে আবশেষে ?


যতোবার আসি এই সাগরের তীরে
ভাবনার গাংচিল দৃশ্যেই ওড়ে ঘুরে ফিরে
মিছে স্বপ্নের শেষে
অদৃশ্য তাই শুধু দূরে সরে যায় তিল তিল ।।