স্বপ্ন দেখার ইচ্ছে হতে পারে
এই ভয়ে কি ঘুম আসে না রাতে?
ঘুম কি তবে বন্দী ভয়ের হাতে !!


আমার যতো রাত্রি কাটে জেগে
স্বপ্ন দেখার তৃষ্ণাতে আবেগে
সবগুলো তার দিনের আলোয় মুছে
জেগে জেগেই স্বপ্ন বুনি তাতে ।।


স্বপ্ন আমার স্বাধীন সুতোয় বাঁধা
আরো বেশী ইচ্ছে-স্বাধীন ঘুড়ি
তার চাওয়াতেই যখন তখন বাজে
কার যে হাতের বেলোয়ারি চুড়ি !


আমার বুকে ঝর্না পড়ে ঝরে
মিষ্টি চুড়ির সংগীতে অঝোরে
স্বপ্ন আমার চোখের দুয়ার ছেড়ে
ভাসে প্রাণের পূর্ণ জোছনাতে ।।


২১ / ১১ / ২০১৭