সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনও রয়েছে হাত বাড়িয়ে।।
খোকা ফিরবে, ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না??


দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে,
সে তো অশ্রু মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে।
শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে।।
খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না...


দস্যি ছেলে সেই যুদ্ধে গেলো ফিরলো না আর,
আজও শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার!
সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মরণের বাঁধা মাড়িয়ে!!
খোকা আসবে, ঘরে আসবে, কবে আসবে নাকি আসবে না...