মানুষের ডাকে জাগতে পারো না
জাগতে পারো না হাজারো মৃত্যু শোকে
অমন তোমাকে বিনা ভ্রুক্ষেপে মাড়িয়ে যাবেই লোকে ।।


ফুলের বিছেনা ভেবে লুকিয়েছো মুখ
নিজেকে লুকাতে কিনেছ নিজে অসুখ
পরের বিছানো বিছানা সহসা পালটে যাবে পলকে ।।


ফুলের গভীর আড়ালে রয়েছে কাটার কঠিন বিষ
অথচ তাকেই ভেবেছো তোমার দেব-দেবীর আশিস !


মানুষ বোঝোনা বোঝো ক্ষমতার ঘ্রাণ
ক্ষমতা বাঁচাতে বেচেছো নিজেরই ত্রাণ
পরের হাতে তো চাবিটা দিয়েছো, মুক্তি দেবে বলো কে !!