দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক,
নিন্দা আমার প্রেম উপহার, সাতনরি হার কলঙ্ক ।।


শাসন-বেড়ী দুই পায়ে মল করেছি,
আর অপবাদে কালি আছে, দুই চোখে তাই পরেছি।
মরমের আগুন এখন দ্বিগুণ আমার, দিবস রাতের সঙ্গ ।।


সুখের সাথী ঘর করা তাই হলো না,
এই বুকে বেঁধা কাঁটাটাকে পর করা তাই হলো না।
কপালের লিখন এখন বসন হয়ে জড়িয়ে আছে অঙ্গ ।।