ছবিটা ধুসর হবে দিনে দিনে ধুলো জমে জমে
এলোমেলো রং তুলি, নেই হয়ে যাবে ক্রমে ক্রমে
এমনই তো হয়
সব কিছু রাখে না সময় ।।


আমিতো জীবন ভরে ভালোবাসা আঁকি
যতো আঁকি ততো বেশী রয়ে যায় বাকি
কী তার বাঁধাবো বলো স্মৃতিময় আদরের ওমে
সেখানেও ভয়
সব কিছু রাখেনা সময় ।।


কে বলে মিছে এ সব, শোনেনি সে জীবনের গান
দানকে মিলিয়ে নিয়ে হয় না কখনো প্রতিদান ।


যা কিছু দু'চোখ দেখে, সীমা আছে তারো
সীমানাকে ভেঙে ভেঙে কিছু পাই আরো
দেখার গহিনে জ্বালি শত দীপ হৃদয়ের মোমে
আঁকি পরিচয়
না রাখে না রাখুক সময় ।।