বহু ঘুরে তোমার গাঁয়ে আসিলাম সখী
তবু তুমি করিলে না মোরে আমন্ত্রন ।
হবার ভয়ে কী জাতি-কুল-সমাজ কলঙ্কিনী
    দিলে না দেখা করিলে না বরন ।


তোমার রাঙামাটির দেশে সখী,রাঙামাটির পথে
  চৈতীর মেলা মাতোয়ারা ঝুমুর নৃত‍্যে ।
তোমার পানে চেয়ে    বেলা গেল বয়ে
অবশেষে নির্দয়ে        কথা না কয়ে
   মোর সম্মুখ দিয়া করিলে গমন ।


      চেনা বন্ধু আজ হয়েছে অচিন
      বলে যাও সখী কোন
       শৃঙ্খলে তুমি হইয়াছ বন্দিন ।


       কাঁখে কলস     চরন অলস
       গোধূলি বেলা    গল্পে বিহ্বলা
তুমি যাও জলকে          করদ্বয়ে চুড়ি ঝনকে ।


     তোমার পথে আমায় দেখে বারে বারে  
     সই তোমার বৃথায় দেয় গালি-গঞ্জন ।
              
                *********