মধুর সুরে বাঁশি বাজায় বাঁশরিয়া যমুনার তীরে
সেই ধ্বনি বিনোদিনীর ঘর হতে মন হরন করে ।
তাই যায় সে সুরের সন্ধনে হেলিয়া দুলিয়া
পথের তৃণ আপনার কোমল চরনে মাড়িয়া ।
নূপুরের সুরে কুঞ্জে কুঞ্জে অলি উঠে গুঞ্জরি
তার রুপের মায়াবাঁধনে হারায় নয়ন কুসুমমঞ্জরী
শুনিয়া শ‍্যামের বাঁশি    রাধার কলসি যায় ভাসি
                   নীল যমুনার নীরে ।


তার আকুল পেসল পরান প্রেম জোয়ারে উথলি
তবু লাজুক নয়নদ্বয় হেরিতে পারে না নয়ন মেলি
    শিরে লয়ে সব অপবাদ এলেও সেথা
বলিতে পারে না মনের কথা, বিরহের ব‍্যথা ।
চুলের বেনী মুখের দুপাশে পড়েছে খসি'
লুকানো ব‍্যথায় তার মুখে ফুটে মৃদু শুভ্র হাসি ।
বনমালা শুকায় হাতে   তবু শ‍্যামের গলে দিতে
                 প্রান কাঁপে প্রেমদ্বারে ।
                 -----------------