হতাশার কী আছে? নিরাশার কী আছে?
মন্দের পরেই আসে ভালো!
কষ্টের সাথে সুখ, দুঃখের পরে সুখ
আঁধারের ওপারে আছে আলো!!


পড়েছো কি কখনো ভাগ্য-লেখা
তবে কেন দেখছো হাতের রেখা
যা আছে তা-ই রবে, যা হবার তাই হবে
কাজ করে যাও তুমি
সত্যের পথে নির্ভিক।
পথ তুমি পাবেই
ঠিকানা ঠিক ঠিক!!
দূর হবে জীবনের সকল কালো!
মন্দের পরেই আসবে ভালো


প্রাণপণে নিত্য অবিচল
সাধকের সাধনায় অবিকল
গড়ে যাও জীবন তোমার
সত্যের পথে নির্ভিক
সাফল্য আসবেই
জীবনে ঠিক ঠিক


কথায় আর কাজে মিল
মন আর পণে মিল
দৃঢ় করো জীবনের সংকল্প
দুর হবে হতাশা
কাটবেই অমানিশা
শুরু হবে জীবনের নব-গল্প
বদলানো সময়ের প্রতিক্ষণে
সংগ্রাম চলবেই নিজের মনে
দুর করে ক্লান্তি  মনে যত ভ্রান্তি
যৌবন-মশাল হৃদয়ে জ্বালো!
মন্দের পরেই আসে ভালো!!