আজ আমাদের দিন শুরু হয় সেই ভোর পাঁচটায়-
রাত এগারোটা বাজলে পরেতে দিন বুঝি শেষ হয়।


এর মাঝে চলে রোজেরনামচা আমাদের তিন জীবন;
কত কিছু আর, কত ঘটনা কত স্মৃতি চিরন্তন।
তারপরে আছে নিজের জগত না ঘুমানোর সে বেলা;
তোমার কাছেতে লিখিতে এ চিঠি তোমার মাঝেই খেলা।
সব কাজ শেষে প্রাণপ্রিয় ওই ছেলেমেয়ে ঘুমায়।


অকালবিয়োগে উপরিপাওনা আমার বিরহগাঁথা-
ভিতরে কতই ঝড় বয়ে যায় বাইরে নির্লিপ্ততা।
এমন থেকেছি- কিছুই হয়নি, কাজটা সহজ কত-
এই ভাবনায় নিত্য যে সাথি প্রতিদিন শত শত।
সহজ-সরল মনেতে আমার দুর্ভোগ সীমানায়।
             -------