তুমি যদি গাছ আঁকো আজ
আমি তাতে এঁকে দেব ফুল;
তুমি যদি বসন্তের সাজ
আমি গুজে দেবই বকুল।


এই জীবনে তুমি উদাস
আমি আজ গেয়ে গেছি গান;
তোমার ধারায় বারোমাস
জীবন করেছি আমি দান।
আমার স্বপন পাখিতেই;
ভেজে জলে তোমার আঙুল।


তোমার মাঝে সবুজ প্রেম
আঁকা বাঁকা স্বপন সকল;
জীবন মমতা হারালেম
এ জীবনে কতই ধকল।
বসে আছি আজ তার তলে
তোমার জীবন নদীকূল।