নারী মানেই মধ্যবেলা
নারী মানেই বিশুদ্ধসুখ;
নারী তোমার মিষ্টি চাওয়া
তোমার মাঝে চেনা সে মুখ।


তুমি নারী সমুদ্রতল
মাছের মতো সাঁতার কাটো;
সুনিপুণ যে আলপনাতে
আলতা পায়ে উঠান হাটো।
তাইতো তোমায় কাছে পেয়ে
ভোলায় আমার সকল দুখ।


তোমার চোখে অগ্নিবলয়
টুকরো খুশি টুকরো চাওয়া;
তোমার মাঝে জীবন গোপন
তাইতো তুমি পরম পাওয়া।
তোমায় আপন ভেবে আমি
শান্ত করি আমার বুক।


তুমি নারী হেমন্তকাল
তোমার মাঝে ও বসন্ত;
তোমায় দেখে তাইতো নারী
একলা জীবন আজ অশান্ত।
পেতে তোমার ভালোবাসা
তাই থেকেছি আমি উন্মুখ।