তোমার মায়ের করুণ মুরতি করুণ সেই যে চোখ;
মামা, মাসিতেই বড়ো হলে তুমি ভুলিয়া শিশুর শোক।


কখনও বা তুমি বাবার কাছেতে কখনও মায়ের ঠাই;
পরেতে তোমার আরও দুটি বোন আরও আছে এক ভাই।
ছোটো থেকে তাই কঠিন জীবনে তোমার বড়োটি হওয়া
তোমার মুখেতে মায়ার মুরতি কেবলই দুঃখ সওয়া।
অনেক অভাব পেয়ে গেছ তুমি হারিয়ে সে প্রিয় লোক।


ছোটো থেকে তুমি পড়ালেখা সাথে ভীষণ মেধাবী ছিলে-
রাত জেগে কত গল্প করেছ যাব কী সহজে ভুলে!
তোমার আম্মা মাকসুদা বেগম স্বপ্ন দেখত চোখে-
মেয়েটি তাহার বড়ো হয়ে জানি ভুলাবে আপন শোকে।
সেদিন বাবার সেই অবহেলা জবাব পাবে সে জনক।
               -------