তোমার কথা ভেবেই চলি-
তোমার নামেই কথা বলি
তুমি মোর প্রাণের পুরণ;
তোমার বুকে রাখিয়া মাথা
বলিব কত গোপন কথা-
তোমার কাছে এ নিবেদন।


তুমি কেন যে আমায় ভোলো
দুখের মাঝারে আঁখি তোলো
আমারে কাঁদাও কোন সুখে;
সহেনা আজ মন যাতনা
আমার কথা কেউ বোঝো না
কত দুঃখ দিয়ে গেলে বুকে।
আমি হাসিতে না পারি আজ
এ বুকেতে শুধুই ক্রন্দন।


কেমনেতে তোমারে বোঝাই
পরান শুধু তোমারে চাই
তুমি ভিন্ন জীবন বোঝে না;
তোমার কথা তোমার সাজে
এ মনেতে বাসনা বাজে
কোনো কাজেতে মন লাগে না।
তুমি এসে আজ আমারেই
করে নাও খুশিতে আপন।