তোমাকেই ভালোবেসে করেছি কি ভুল!
নানা কথা কেন শুনি, ভাঙিবে কি কূল?


কত জনে কত কথা বলে গেছে এসে-
তোমাকেই করি ভুল আমি ভালোবেসে!
কত বাঁধা আসে পথে, আসিছে যে ভয়;
তোমাকেই ভালোবাসি দিয়েছি হৃদয়।
গড়ি প্রেমের বাসর কুড়িয়ে বকুল-


সেদিন যেমন আসি কাছে অনায়াসে,
আজও কাছেতে মন একা একা হাসে।
লুকিয়ে চলেছি পথে আড়ালে দুজন-
বিনিময় করেছি যে আমাদের মন।
খেলাঘরে বসে বসে সাজাব ও চুল।
           -----