তুমি আজ অপরূপ সেজে ওঠো বলে-
তোমাকে সাজিয়ে দেব শতশত ফুলে।


গোলাপে সাজাবো আমি ও চুলের খোপা
মালতী নূপুর দিয়ে সাজাব দুই পা।
মনের মতন করে আঁকিব তোমায়;
সোহাগকাজল দিব আঁখির তারায়!
গোলাপ চন্দন দেব ওই মুখ কূলে।


কানেতে ফুলের রেণু, নাকেতে রেণুকা
চাঁদের রূপটি দেব আকাশ বালিকা।


কণ্ঠে পড়াব তোমায় শিউলি- বকুল;
হস্তেতে তুলিয়া দিব রজনির ফুল।
মোর হাতে লাল টিপ, দেব সোনামুখে
তোমাকে বসিয়া দেখি আমি চিরসুখে।
রঙিন বসন দেব তনু-দেহ দুলে।
          ------