জোড়া মন্দিরের পাশে
জোড়া ফুলে বায়-
তোমাকে দেখিয়া প্রিয়
আজ অসহায়।


গায়েতে মধুর বাস
সুখের মুরতি;
আমার চোখের দ্বারে
নবীন যুবতী।
আমি কি দাঁড়াতে পারি
তোমার রূপের ছায়।


নদীতে ভাসিছে নাও
বৃক্ষ শাখে পাখি
নয়নে কতই শোভা
জুড়ায়েছে আঁখি।


আজ তুমি চেয়ে আছ
আজকে আমাতে
তোমার রূপের  কাছে
পারি কি হারাতে!
হৃদয় সপিব আজ
তোমার রাঙিন পায়।