তোমাকে দেখেছি কাল অবেলার ভিড়ে-
তোমার মুখের ভাষা দেখি ফিরে ফিরে।


কতক লোকের মাঝে অজানা আশায়;
আমার নয়নতরী তোমাতে ভাসাই
মুখের প্রতিটি কোণে কতক লালিত্য;
আমি ভুলে তোমাতেই এই কথা সত্য!
আমি আজ শুধু চেয়ে রূপখানি ঘিরে।


তুমিও চেয়েছ বুঝি আপনার করে
তুমি নেই, চোখে আজ খুলে দেখি দোরে


চোখখানি ফেরে না যে ওই মহিমায়
কেন আজ দেখা হল এই অবেলায়!
একান্ত গ্রামের রূপ ওই তনু পানে-
আর তো হবে না দেখা লেখা থাক গানে।
বাসন্তীবসন মাঝে আপনার নীড়ে-
           ---------