সেই বুঝি শেষ দেখা ছিল
সেই ছিল শেষ চোখে চাওয়া
হাত নেড়ে ভুলেছ আমায়
আর নয়, আর কাছে পাওয়া।


কথা ছিল একদিন বেলা
কিনে দেব কোলের বালিশ;
শুতে বুঝি কিছু অসুবিধা
আর দেব নখের পালিশ।
শুনে তুমি বড়ো হেসেছিলে-
ওইসব দাওনি কখন
এতটাই সাদা ছিলে তুমি
নিজেতেই নিজের রতন।
তারপর সেইদিন শেষে
হাত ছেড়ে হয়েছ হাওয়া।


পাশাপাশি দুইজন বসা
কষ্টেতে কেঁপেছে ও বুক;
অলক্ষ্যে দেখেছি সেটাও
আমাতে ছিলে না উৎসুক।
চুপচাপ বসে ছিলে সিটে
আনমনে চেয়ে জানালায়;
চলে আসে আমার স্টেশন
ঘাড় নেড়ে দিয়েছ বিদায়।
তোমাকেই ট্রেনে তুলে দিই
আর কিছু স্বপ্ন ছাওয়া।
         ----