একাধারে কবি তিনি গুণী গীতিকার
কবিতা আসরে আজ প্রিয় যে সবার।
সেই প্রিয়, কবি প্রিয়, সে শহিদ খাঁন।


সুদীর্ঘ জীবন ধরে লেখে গান ছন্দ;
মনে কঠিন আবেগ নয় তাহা মন্দ।
আজ দেহে অসুস্থতা, সঙ্গীতের সুর
বেঁচে থাকো প্রিয় কবি সব ব্যথা দূর।
আসরেতে তিন মাস তার অবদান।


আর্তসুরে তাই আজ কাব্য লিখে চলে-
সব ছন্দ মেশে তার আজ আঁখিজলে।
'মন দিয়ে মন' আজ 'জীবনের থেকে'
দুঃখ করেছে বরণ আপনার সুখে।
'বেলা শেষে' 'চিরসত্য' 'বৃথা আয়োজন'
           --------