তোমাকে দেখেছি সেদিন সোহাগে সাগরের নবকূলে-
সিক্তবসনে হেঁটে গেছ তুমি খুশিতে মুখটি তুলে।


সাগরের পারে অনেকেই ছিল তুমি ছুলে নবসাজে;
আমিও দেখেছি জলের ধারাটি ঢেউ সাথে কোনো কাজে।
একে একে আসে ঢেউগুলি সব চুলগুলি দাও খুলে।


সোহাগের পদ তটতল 'পরে সোনাঝরা রোদ্দুর-
তোমার রূপেতে ক্লান্ত আমি দূরেতে সমুদ্দুর।
এসো না কাছেতে বারেক ঘুরিয়া দোষ কি আছে গো ছুলে!