সেদিন ছিল কফির কাপ
ধোঁয়া ওঠা লাল ঠোঁটে;
তোমার হাতে কাঁকন বাজে
বুকে পাঁচশো'র নোটে।


আমরা আছি যুগলবন্দী
আধটি ঘণ্টার খেলা;
সম্মুখে ভীরু দাঁড়ায় এসে
বাস্তবকে অবহেলা।
রঙিনবসনে সুতো গাঁথা
নবস্মৃতি এসে জোটে;


আজ তোমাকে মুক্তি দিলাম
মুক্তি সে গোপন ফ্রেমে;
বেলা শেষে ফিরে আসো যদি
সেই যে লুকানো প্রেমে।
হয় তো ছিলাম একসাথে
ক্ষণিক অতিথি মোটে।