সেদিন বলেছ তুমি ও গাঁয়ের নাম-
সে গানের ছলে আমি কিছু জানলাম;
এখন শুনব শুধু নামটি তোমার।


তোমার হাসিটি আমি দেখি অপলকে-
সেই চোখ, সেই চুল দেখি থেকে থেকে;
বলো না বঁধুয়া প্রিয় নাম বারবার।


নদীটির নাম বলো, বলো বাপে মায়ে-
কোথায় বাড়ি তোমার কোন গাছ ছায়ে;
ওই নাম রেখে দেব হৃদয়ে আমার।