তুমি হয়ে যাও সমুদ্রতট
আমি হয়ে যাই 'ফনি';
তুমি বেঁধে রেখো শরীর তোমার
আমি আসছি এখনি।


কতদিন প্রিয় দেখিনি তোমায়
তোমার সবুজধারা;
তোমার বুকেতে মানবের কূল
ভালোবেসে আজ হারা।


তুমি হয়ে যাও আমার বিছানা
আমি হয়ে আজ 'ফনি';
বাজিয়ে মাদল লাফিয়ে দুকূল
আসিতেছি ঝনঝনি।


তোমার বুকেতে করিব সোহাগ
পথ চিনে নেব নিজে;
তোমার আঙিনা সাজাতেই আজ
আমি গেছি কিছু ভিজে।


তুমি হয়ে যাও আদরের ভূমি
'ফনি' হয়ে আসি আমি;
তোমার ঘরেতে থাকিব প্রহর
তোমাতে দিবস-যামী।


তোমার মাঝেতে করিব প্রলয়
চুলগুলি এলোমেলো;
চলে যাব আমি নীরব রাতেতে
তুমি থেকো অগোছালো।
   -------