মেয়েটা পার হয় রাস্তা-
ছেলেটা ভাবে নয়ছয়;
দু'চোখে তার মোহভূমি
ক্যাকটাস রোদচশমায়।


সন্ধ্যায় হাসিখুশি খেলা
জামদানির সুহাসিনী;
জামার বোতাম যে ঠোঁটে
ভিজিয়ে চুল উদ্বোধনী।
আজ বুঝেছি কবেকার
হতাশা আসে সীমানায়।


আঙুলে আঙুলের খেলা
মগজেতে শব্দপ্রভেদ;
পিচরাস্তায় সময় কাটে
একাকীত্ব হওয়ার জেদ।


হলুদপাতা কেলেঙ্কারি
খুচরা পয়সার রাত;
সাপে-নেউলে গলাগলি
বিদ্রোহী আজ কুপোকাত।
আজ কোনো গীতিকা নেই
আমার পোড়া ভাবনায়।