রেখেছ দরিদ্র করে মানুষ করোনি।
রেখেছ মাতাল করে মানুষ ভাবোনি।


আমি খেয়েছি শাক-ভাত, তুমি মাঝের ঝোল
তুমি থাকো রাজধানীতে আমি আমলাশোল।
তুমি থাকো সুখে, খাও তিন বেলা, আমি পারিনি


তোমার দয়ার রাজ্যে মদে সামিয়ানা-
তাইত একটু মোহে থাকি না খেয়ে পারিনা।
'তালে ঠিক জাতে মাতাল' তোমাকে ঠিক জানি